নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জে একদিনের চাকুরি মেলায় শুধু মাত্র বায়োডাটা জমা দিয়ে চাকুরি পেলেন ৫৫ বেকার যুবক যুবতি। রোববার চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে টিটিসি’র আয়োজনে এই চাকুরি মেলা অনুষ্ঠিত হয়।
টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাবিলা নুঝাত জানান,একদিনের এই চাকুরি মেলায় চাকুরি দাতা হিসেবে মোট ১৫টি স্টল বসানো হয়। এতে প্রায় ২ হাজার চাকুরি প্রার্থী আবেদন করেন। তাদের মধ্য হতে তাৎক্ষনিক যাচাই বাছাই শেষে সোনার হরিন চাকুরি মেলে ৫৫ জন সৌভাগ্যবান যুবক-যুবতির। এ ছাড়া অন্য বায়োডাটাগুলো যাচাই বাছাই শেষে আরও নিয়োগ দেয়া হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন।
Leave a Reply