চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক মামলায় ২ জনের ৫ বছরের কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জেলা ও জজ মোঃ শওকত আলী আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের দক্ষিণ উজিরপুর গ্রামের মৃত মতিউর রহমান ওরফে রহিমের ছেলে মোঃ মেছের আলি (২৩) ও একই উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ কবির উদ্দিন (৩৯)।
অতিরিক্ত সরকারি কৌশুলি আঞ্জুমানারা জানান, গত ২০১৭ সালের ১ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের মহদীপুর বেড়ী বাঁধ পদ্মার চর এলাকার জনৈক কুটু মেম্বারের আমবাগানে পুলিশ অভিযান চালিয়ে ৩’শ পিস ইয়াবাসহ মেছের আলিকে আটক করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি কবিরকে ৪’শ পিস ইয়াবাসহ আটক করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। পরে, গত ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পুলিশ পরিদর্শক শ্রী গৌতম চন্দ্রশীল আদালতে অভিয্গোপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমানাদি শেষে রোববার দুপুরে বিচারক উক্ত রায় প্রদান করেন।
Leave a Reply