চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তাদের বাড়ি চিহ্নিত করার ঘোষনা দিলেন রাজশাহী সেক্টর কমান্ডার মুশফিকুর রহমান।
এসময় তিনি বলেন, সীমান্তে গুটিকয়েক মানুষ মাদকসহ বিভিন্ন চোরাচালানের সাথে জড়িত। তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।
সীমান্তে বিএসএফ কর্তৃক জনগণ যেন গুলির মধ্যে না পড়ে সেজন্য সীমান্তরেখা অতিক্রম না করার পরামর্শ দেন। দেশে যেন আর মাদক না আসে সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন। তবেই সম্মিলিত প্রয়াসে চোরাচালান বন্ধ করা সম্ভব। রোববার সন্ধ্যায় ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসানের সভাপতিত্বে ৫৯ বিজিবি কিরণগঞ্জ বিওপি এলাকায় সীমান্ত অপরাধ, মাদক, অস্ত্র চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ কল্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম, বিনোদপুর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. তোজাম্মেল হক প্রমুখ।
Leave a Reply