“শেখ হাসিনার উপহার, আমার বাড়ি আমার খামার, বদলাবে দিন তোমার আমার” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার আমার বাড়ি আমার খামার (একটি বাড়ি একটি খামার) প্রকল্পের সদ্যযোগদানকৃত মাঠ সহকারীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ জন মাঠ সহকারীদের মাঝে সাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। দুপুরে সদর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক অফিস চত্বরে সাইকেল বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, বিআরডিবি’র উপ-পরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শামসুন নাহার, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংক সদর উপজেলা শাখা ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন।
Leave a Reply