চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের কর্মসূচী অবহিতকরণ সভা - লালসবুজের কণ্ঠ
    মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের কর্মসূচী অবহিতকরণ সভা

    • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি;


    ব্র্যাকের আয়োজনে আজ রবিবার দুপুর পৌনে ১ টায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় ব্র্যাকের চলমান কর্মসূচী নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল ইসলাম। সভায় চাঁপাইনবাবগঞ্জে জেলায় চলমান ব্র্যাকের সকল কর্মসূচী সম্পর্কে উপস্থাপনা করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন।

    সভায় উপস্থিত ছিলেন জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচীর জেলা প্রধানগণ।

    সভায় ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন জেলার সকল কর্মসূচী সম্পর্কে বিশদ তথ্যবহুল উপস্থাপনা করেন। পরে, উন্মুক্ত আলোচনায় কয়েকজন অংশগ্রহনকারী বক্তব্য দেন। সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল ইসলাম ব্র্যাকের বিভিন্ন কর্মসূচী সম্পর্কে বিশদভাবে অবহিত হন এবং ব্র্যাকের কার্যক্রমকে স্বাগত জানান।


    কামাল/তন্বী

    0Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর