চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে সোমবার সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ডা. আ, আ, ম মেসবাহুল হক বাচ্চু ষ্টেডিয়ামে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দুরুল হোদা, পরিমল কুমার কুন্ডু, প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক, মোঃ মাহফুজুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
টুর্ণামেন্টে উপজেলা পর্যায়ে বালিকা ও বালক বিভাগে ১৫টি প্রাথমিক বিদ্যালয় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বালিকা পর্যায়ে সদর উপজেলার লক্ষ্মিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালক পর্যায়ে চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
Leave a Reply