চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
১ দফা দাবীতে চাঁপাইনবাবগঞ্জের ৪টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সকাল ১০টায় ৩ ঘন্টা অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২য় দিনের মত মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল পৌরসভার ৮’শ কর্মকর্তা-কর্মচারীরা সমবেত হয়ে এ কর্মবিরতি পালন করেন। পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ২ দিনের কর্মবিরতির কারনে নাগরিক সেবা অনেকটায় বন্ধ হয়ে যায়। শুধুমাত্র পানি সরবরাহ ব্যবস্থা সচল ছিল।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো.তরিকুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ আবদুল মুকিত আপেল, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌর ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেইন, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম, পৌরসভার সচিব মোঃ মামুন-অর-রশিদ, শিবগঞ্জ পৌর ইউনিটের মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবদুল বাতেন, রহনপুর পৌর ইউনিটের সভাপতি মো. ইসমাইল হোসেন, নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আহসান হাবীব প্রমুখ।
বক্তারা বলেন, ‘এক দেশে দুই নীতি হতে পারে না। অনেক কর্মচারী অর্ধাহারে দিন অতিবাহিত করে থাকেন। তাই রাষ্ট্রীয় কোষাগার হতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু করতে হবে। তাদের দাবী না মানা পর্যন্ত বাড়ী ফিরে আসবে না।
Leave a Reply