নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রত্যাশায় প্রায় ২ হাজারের অধিক তরুণ-তরুণীর প্রাথমিক যাচাই বাছাই জেলা পুলিশ লাইন্স মাঠে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে বাছাইয়ে ৩৭০ জন তরুণ ও ১১০ জন তরুণী নির্বাচিত হয়।
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম জানান, পুলিশ কনস্টেবল নিয়োগে স্বাভাবিক ভাবেই প্রথমদিনে বাছাইয়ে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্বাচিত ৩৭০ জন তরুণ ও ১১০ জন তরুণী বৃহস্পতিবার লিখিত পরীক্ষায় অংশ নেয়।
পুলিশ সুপার জানান, দেখিয়ে দিতে চাই যোগ্যতার ভিত্তিতেই বাংলাদেশ পুলিশ বিভাগে চাকুরি হয়। চাকুরির বিনিময়ে কেউ লেনদেন করতে পারবেন না। এছাড়া কারো তদবিরে কোনো কাজ হবে না। সম্পূর্ণ স্বচ্ছতায় পুলিশ কনস্টেবলে নিয়োগ দেয়া হবে।
লিখিত পরীক্ষায় উর্ত্তীণ হলে মৌখিক ও মেডিকেল পরীক্ষার পর চূড়ান্তভাবে পুলিশে নিয়োগ দেয়া হবে।
Leave a Reply