চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ^রোডের কলেজমোড়ে ৫ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ শিশুদের উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুরা হল,সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের লাল মোহাম্মদ মুন্সি হাজিরটোলা গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল হাকিম (১১), একই গ্রামের নাজিম হোসেনের ছেলে নিরব (৮) ও তার অপর সহোদর রিপন (৯), হুমায়ন কবিরের ছেলে আব্দুল আহাদ (১১) ও একই এলাকার মোঃ মুকুল আলীর ছেলে মোঃ ওলিদ (১০)।
নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, সন্ধ্যার দিকে ৫ শিশু বাড়ী থেকে বের হয়ে দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি বাজারে এসে অটোরিক্সাযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ^রোডের কলেজমোড়ে আসে। রাত সোয়া ৯টার দিকে শিশুগুলো ঘুরাঘুরি করার সময় সন্দেহ হলে স্থানীয়রা বিশ^রোড় মোড়ে পুলিশ চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তাদের অবহিত করলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। (ওসি) জিয়াউর রহমান আরও জানান
দূরন্তপনার কারণে ৫ শিশু বাড়ি থেকে পালিয়ে এসে শহরের
বিশ^রোডের কলেজমোড়ে অবস্থান করছিল। তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। স্বজনরা আসলে জিম্মায় ছেড়ে দেয়া হবে।
Leave a Reply