নিজস্ব প্রতিবেদ,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত হতে পরিত্যক্ত অবস্থায় লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত ৯টার দিকে সুন্দরপুর ইউনিয়নের ৬ নং বেড়ি বাঁধ এলাকা হতে ইয়াবাগুলো উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের বাখের আলী বিওপির টহল দল।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার জানান,নিয়মিত মাদক ও চোরাচালান রোধে অভিযান চালিয়ে আসছে বিজিবি। তারই ধারাবাহিকতায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Leave a Reply