নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে । স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার রাজনীতিবিদরা তাদের নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন।
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় জেলা শহরের ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে। এ ঈদগাহে দু’টি জামায়াত অনুষ্ঠিত হয়। ১ম টি সকাল সাড়ে ৭ টায় ও ২য় টি সকাল সাড়ে ৮ টায়। জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মঈনুদ্দিন মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লীদের সাথে নামাজ আদায় করেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল তার গ্রামের বাড়ি শিবগঞ্জের মনাকষা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। পরে, তিনি স্থানীয় জনসাধারনের সাথে ঈদের কুশল বিনিময় করেন। অপরদিকে, সাবেক সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী তার নিজ এলাকা পুকুরিয়া কেন্দ্রীয় ঈদগাহে সাধারণ মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম তার নিজ এলাকা নাচোল উপজেলার ভাতসা ঈদগাহে এবং সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান রহনপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন এবং কুশল বিনিময় করেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ একই ঈদগাহে নামাজ আদায় করেন।
Leave a Reply