চাঁপাইনবাবগঞ্জে দুই সার ব্যবসায়িকে জরিমানা - লালসবুজের কণ্ঠ
    মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৪৪ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে দুই সার ব্যবসায়িকে জরিমানা

    • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি;


    বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী সকার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহির নেতৃত্বে গতকাল রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।

    অভিযানে বিক্রি মেমোতে সার বিক্রি না করে সরকারি মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করায় মেসার্স সদের ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং মেসার্স নূরুজ্জামান ট্রেডার্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সলেহ আকরাম ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী উপস্থিত ছিলেন।

    উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সলেহ আকরাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন-অর্থদণ্ডপ্রাপ্তরা সরকারির মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রয় করছে এমন খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    তাঁদের কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, ৫০ কেজি ওজনের এক বস্তা পটাশের সরকারি মূল্য ৭৫০ টাকা হলেও তাঁরা প্রায় দ্বিগুন বেশি দামে বিক্রি করেছেন এবং ৫০ কেজি ওজনের এক বস্তা ডিএপি সারের সরকারি মূল্য ১ হাজার ১শ টাকা হলেও বিক্রি করেছে ১ হাজার ৩শ টাকায়। কাগজপত্রে প্রমান পাওয়ায় তাঁদেরকে এই জরিমানা করা হয়।


    টি,আর/তন্বী

    0Shares

    এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এই বিভাগের আরও খবর