1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র ২০ পরিবারের মাঝে ভেড়া বিতরণ - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র ২০ পরিবারের মাঝে ভেড়া বিতরণ

  • আপডেটের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দরিদ্র ও পিছিয়েপড়া জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে সমতা নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ২০টি পরিবারের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মোসাঃ মোসলেমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির, সংরক্ষিত নারী কাউন্সিলর মোসাঃ সিদ্দিকা সিরাজুম মনিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসাঃ আকসানা খাতুন।
বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্রতা দূরীকরণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণে করেছে। যাতে করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।
পরে, প্রধান অতিথি পৌর এলাকার ৮ ও ৯নং ওয়ার্ডের বসবাসরত পিছিয়ে ও দরিদ্র ২০টি পরিবারের মাঝে ভেড়া বিতরণ করেন।

227Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর