নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় ট্রাক্টর-ট্রলি চাপায় তহুরুল ইসলাম(১৫) নামে বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। তহুরুল আতাহার সাদিহাটি গ্রামের মৃত.আব্দুর রহমানের ছেলে। সোমবার(১৭’জুন) বিকেল সাড়ে ৩টার দিকে আতাহার চাদলাই নামক স্থানে গ্রামীন সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টরটি আটক হলেও এর চালক পালিয়ে যায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সোমবার বিকেলে আতাহরে বিপরীতমুখী একটি ট্রাক্টর সাইকেল আরোহী কিশোর তহুরুলকে পাশ থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তহুরুলের মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।
Leave a Reply