চাঁপাইনবাবঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মসজিদে গিয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুুরষ্কার পেয়েছেন ৪০ শিশু-কিশোর।
শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর হাতাপাড়ায় আনুষ্টানিকভাবে ১৫ জনের হাতে বাইসাইকেল এবং ২৫ জনের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের উদ্যোগে আল-ইনসাফ ফাইন্ডেশন কর্তৃক ৭ থেকে ২০ বছর বয়সী ছেলেদের ৪০ দিন জামায়াতের সহিত নামাজ আদায় উপলক্ষে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফজুল উলুম এফ কে কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মোঃ আবুজার গিফারী।
উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ রোকনউজ্জামান, অবসরপ্রাপ্ত জেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলাম, দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের সভাপতি মোঃ শাহাজহান আলীসহ অন্যরা। সভায় আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়।
কামাল/এআর
Leave a Reply