লালসবুজের কণ্ঠ রিপোর্ট,
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে শনিবার সন্ধ্যা ৭টায় জেলা জাসদের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের নিমতলাস্থ দলীয় কার্যালয় থেকে বিশাল মশাল মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, যুগ্ম সম্পাদক আবু হেনা বাবলু, উপজেলা জাসদের সভাপতি শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সবুর, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের সভাপতি সামিম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ একটি সুশৃঙ্খল দল হিসাবে পরিচিত। দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দুর করতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচন যাতে বানচাল না হয় সেজন্য সোচ্চার থাকতে হবে। দূর্নীতি ও বৈষম্যের অবসান, সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
কামাল/চাঁপাইনবাবগঞ্জ/এস এস
Leave a Reply