চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসিসহ বিশেষ অতিথিবৃন্দ।
র্যালিতে জেলার বিভিন্ন মৎস্য ও আড়ৎদার সমিতির সদস্যরা অংশগ্রহন করেন।
পরে, উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ার্যমান মোঃ মোখলেশুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, নবাব মৎস্য খামারের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকবর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান।
Leave a Reply