নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে রবিউল ইসলাম নামে এক কিশোর কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রবিউল ইসলাম পৌর এলাকার আলিনগর-মুন্সিপাড়ার জিয়াউর রহমানের ছেলে। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুর দুটার দিকে নিজ বাড়ী হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত কিশোরের স্বজনদের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি (অপারেশন) ইদ্রিশ আলী জানান,গত ১৪জুন রাতে ওই এলাকার কয়েকজন যুবক রবিউল কে ডেকে নিয়ে মারপিট করে একটি মাঠে ফেলে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ীতে নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা করান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন,ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।
সদর মডেল থানার এসআই দুলাল জানান,নিহত রবিউলের পরিবারের পক্ষ হতে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। রবিউলের মা বাদী হয়ে মামলা দায়ের করবেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু হয়েছে।
Leave a Reply