চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি;
চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতু এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোঃ আল আমিন (৩০) নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে।
গতকাল মঙ্গলবার রাতে জেলার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সেতুর টোলঘরের পাশ হতে আটককৃত ব্যক্তির কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে।
আটককৃত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাইমহেশপুর গ্রামের মমোঃ আকালুর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে¡¡ র্যাবের একটি দল গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘরের পাশে সড়ক ও জনপথ অফিসগামী রাস্তায় অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
কামাল/তন্বী
Leave a Reply