নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের মুসলেম উদ্দীনের ছেলে। আজ বুধবার(২৬জুন) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আবদুল হামিদ জানান,বিকেল সাড়ে তিনটার দিকে বৃষ্টিসহ ঝড় শুরু হয়। এসময় একই এলাকার ফজলু মেম্বারের বাগানে আবুল কালাম আম কুড়াতে যায়। হঠাৎ করে তার উপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,স্থানীয় ইউপি চেয়ারম্যানের পক্ষ হতে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে পরিবারটি কে সহযোগিতা করা হবে।
Leave a Reply