1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জে অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন সাজা - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন সাজা

  • আপডেটের সময় : বুধবার, ২৬ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনাবগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদ-, ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদ- প্রদান করেছেন আদালত।
দন্ডিত যুবক হলেন,জেলার শিবগঞ্জ পৌরসভার বাসষ্ট্যান্ড মহল্লার মো.আতাউর রহমান আতুর ছেলে মো. জীবন (২৫)। আজ বুধবার(২৬জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকত আলী আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এছাড়া, অপর আসামী ওমর ফারুককে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারী শিবগঞ্জ এলাকা থেকে মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রীকে আসামী জীবনসহ ৫/৬ জন মিলে ধারালো অস্ত্র দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে একই দিন শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আতিকুর রহমান আসামী জীবন ও ওমর ফারুককে অভিযুক্ত করে একই সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণাদি শেষে উক্ত রায়ে দন্ডিত করেন আদালতের বিচারক। দ-প্রাপ্ত মো.জীবন পলাতক রয়েছে।

85Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর