চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রহনপুর পৌর মেয়র তারিক আহমদসহ ১৬ জনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন।
গত শুক্রবার বিকালে উপজেলার রহনপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুস্তম আলী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় রহনপুর পৌর মেয়র তারিক আহমদ ও তার ছেলে আসিফ আহমদ সহ মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ঘটনায় ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয় বলে জানান মামলার বাদী রুস্তম আলী। মামলা নং-৪, তাং- ০৬/০৭/২০১৯ ইং।
উল্লেখ্য যে, গোমস্তাপুর উপজেলার রহনপুরে সংসদ সদস্য আমিনুল ইসলামের উপস্থিতিতে গত ২৯ জুন, শনিবার দুপুরে রহনপুর মহিলা কলেজে এক মতবিনিময় সভায় এক পর্যায়ে থানা বিএনপির সেক্রেটারী ও রহনপুর পৌর মেয়র তারিক আহমদ ও তার কর্মী সমর্থকরা ওই বিএনপি নেতাকে মারধর করে। এসময় সেখানে উপস্থিত সাংসদ আমিনুল ইসলাম তাদের নিবৃত্ত করা চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply