1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জের মন্দিরে মন্দিরে চলছে দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের মন্দিরে মন্দিরে চলছে দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আর ক’ দিন পরেই শান্তির বার্তা নিয়ে আসছেন দেবী দূর্গা। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মন্দিরে মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। দম ফেলার সময় নেই প্রতিমা তৈরি শিল্পীদের। তবে, আয়োজকদের প্রত্যাশা জাকজমকপূর্ণ পূজার আয়োজনের।
মঙ্গলবার শহরের হুজরাপুর মহল্লার গুড়িপাড়া ঝংকার সংঘ, জোড়ামঠ দূর্গা মন্দির, শিবতলা কর্মকারপাড়া দূর্গা মন্দিরসহ বেশকিছু পূজা ম-প ঘুরে দেখা যায়, বেশিরভাগ ম-পে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। আর শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে মা সেজে উঠবেন আপন ঐশ্বর্যে। আগামী ৪ অক্টোবর শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। তাই হাতে একদমই সময় নেই প্রতিমা কারিগরদের। সকাল থেকে রাত অবধি কাজ করে চলেছেন। এরই মধ্যে মাটির কাজ শেষ পর্যায়ে। এরপর শিল্পীর নিপুণ হাতের তুলির ছোঁয়ায় স্পষ্ট হয়ে উঠবে প্রতিমার অবয়ব।
ঝংকার সংঘের সাধারণ সম্পাদক অপূর্ব সরকার জানান, ঝংকার সংঘে দূর্গা প্রতিমা তৈরী করতে এবার ৬৫ হাজার টাকা মজুরী নিচ্ছেন কারিগররা এবং এ প্রতিমা তৈরীতে মৃৎশিল্পী উত্তম কুমার পাল ও তার সাথে আরো ২জন সহকারি রয়েছে।
এদিকে, দূর্গা মায়ের আগমনী বার্তায় ভক্তদের মাঝে লেগেছে আনন্দের দোলা। মা’ কে বরণ করতে সব ধরনের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস বলেন, প্রতিমা তৈরীর কাজের সকল উপকরণ মন্ডপ কমিটি সরবরাহ করে। এবার সাড়ম্বরে পূজা উদযাপনে আইন শৃংখলাবাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দল প্রতিটি মন্ডপে পাহারা দিবে। গতবারের চেয়ে জাকজমকপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। তিনি আরো জানান, জেলায় এবার ১’শ ৩৬টি মন্ডপে শারদীয় পূজা উদযাপন করা হবে।
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, শারদীয় দূর্গাপূজা যাতে নির্বিঘেœ হয় সেজন্য আইনশৃংখলাবাহিনীর সদস্যরা আগাম মাঠে কাজ করছে।

136Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর