চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী দূষন ও দখলমুক্ত রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের মহানন্দা নদী তীর সংলগ্ন এলাকায় রবিবার বিকালে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
এ সময় তিনি বলেন, সারাদেশের নদীগুলোর দখল ও দূষন রোধে সরকার আন্তরিক। চাঁপাইনবাবগঞ্জের নদীগুলো বিষয়ে সম্যক ধারণা নিতেই এখানে আসা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
মতবিনিময়ে সভাপতির বক্তব্যে উন্নয়ন সংস্থা ব্রতী’র নির্বাহী প্রধান শারমীন মুরশিদ বলেন, চামাগ্রামে আর্সেনিক ধরা পড়ার পরেই এখানে মহানন্দা নদীর পানি বিশুদ্ধ করে সরবরাহের উদ্যোগ নিয়েছিলো ব্রতী, যা এখনো চলমান। এ কার্যক্রম আরো সম্প্রসারনের চিন্তা করা হচ্ছে ।
জাতীয় নদী রক্ষা কমিশন ও ব্রতী’র আয়োজনে মতবিনিময়ে আরো বক্তব্য দেন, পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, স্থানীয় ইউপি সদস্য আল আমিন, চাঁপাইনবাবগঞ্জে ব্রতী’র পানি সরবরাহ প্রকল্পের ব্যবস্থাপক আমিনুল ইসলাম, সেভ দ্যা ন্যাচারের সমন্বয়ক রবিউল ইসলাম ডলার প্রমুখ।
এর আগে শিবগঞ্জ উপজেলার পাগলা নদীও ঘুরে দেখেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও এছাড়া দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তর প্রধানদের নিয়ে নদী সুরুক্ষায় মতবিনিময় করেন।
Leave a Reply