নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি যৌন হয়রানির ঘটনায় একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
|আরো খবর
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত সোহাগ আলী (২২) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরজন গ্রামের রজেড আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সরজন এলাকায় এক স্কুলছাত্রীকে সোহাগ প্রতিনিয়ত শ্লীলতাহানি ও ওই ছাত্রীর সাথে তার বিয়ে দেয়ার জন্য পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিলো। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা সোহাগকে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ শুক্রবার দুপুরে অভিযুক্ত সোহাগকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এই সাজা দেন।
অন্যদিকে পৌরসভার চরমহনপুর এলাকায় এক মেয়েকে যৌন হয়রানির দায়ে দুই জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তারা হলেন, সদর উপজেলার চরমহনপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে রনি আলী (২৩) ও একই এলাকার রায়হান আলী (২২)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন জেল জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply