নিজস্ব প্রতিবেদক
আগামী ২৬ তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশ কন্সটেবল পদে ৪৪ জনকে নিয়োগ দেয়া হবে। নিয়োগ কে কেন্দ্র করে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন চাকুরি প্রার্থীর কাছ হতে কৌশলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন একটি অভিযোগে নগদ এক লাখ টাকাসহ এক প্রতারক কে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ। আটক প্রতারক হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে আসাদুজ্জামান লিটন (৩৪)। তাকে আজ বৃহস্পতিবার (২০) নিজ বাড়ী হতে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উপ পরিদর্শক আবু আবদুল্লাহ জাহিদ জানান,আটক আসাদুজ্জামান লিটন কন্সটেবল নিয়োগ প্রার্থী পোড়াগ্রাম এলাকার এলাম আলীর ছেলে রুবেল কে নিয়োগ পাইয়ে দিতে ১৫ লাখ টাকা চুক্তি করে তিন লাখ টাকা অগ্রিম নেন। লিটনের কথাবার্তায় সন্দেহ হওয়ায় বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ কে জানানো হয়। পরে গোয়েন্দা পুলিশ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগদ ১ লাখ টাকাসহ আসাদুজ্জামান লিটন কে গ্রেফতার করে।
এঘটনায় ভূক্তভোগী রুবেলের পিতা এলাম আলী বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক প্রতারক আসাদুজ্জামান লিটন কে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply