খুলনা সংবাদদাতা,ঢাকা:
চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের দুই এসআইসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই লুৎফল, এসআই হাসান, এএসআই শেখ সাইদুর রহমান, এএসআই গাজী সাজ্জাদুল ইসলাম, কনস্টেবল মো. কামরুজ্জামান বিশ্বাস, কনস্টেবল জামিউল হাসান ইমন ও কনস্টেবল জুয়েল শেখ।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার এস এম সফিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার এস এম সফিউল্লাহ জানান, ডুমুরিয়ার চুকনগরে এক ব্যবসায়ীর সঙ্গে একটি আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে। চাঁদাবাজির অভিযোগ এনে দায়েরকৃত এ লিখিত অভিযোগ জমাদানের পর তদন্তের স্বার্থে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের কথা রয়েছে।
এ সময় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
Leave a Reply