নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ:
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থেকে মাদক কারবারি কমলা বেগমকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) বিকেল তিনটার দিকে তুলাতলী বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, কমলা বেগম একজন পুরোনো মাদক কারবারি। তিনি গাঁজাসহ নানান মাদক পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তুলাতলী বস্তি থেকে কমলা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তার নামে তিনটি মাদক মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন। এখন মাদক আইনে নতুন করে আরেকটি মামলা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
লালসবুজের কণ্ঠ/এআর
Leave a Reply