নিজস্ব প্রতিবেদক,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা খাদ্য গোডাউনে উপখাদ্য পরিদর্শক মাসুদ রানা ও কুলি সর্দার মজিবুর রহমানকে মারপিটেরে ঘটনায় করা মামলায় গ্রেফতার উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু কে জেলহাজতে
পাঠিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান,
আজ মঙ্গলবার রেজাউল করিম বাবুকে আদালতে তোলা হলে বিচারক উভয় পক্ষের শুনানী শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার সন্ধ্যায় ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুকে রাজশাহী হতে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত,
গত ১৫ জুলাই শুক্রবার সন্ধায় আকষ্মিকভাবে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নাচোল উপজেলা খাদ্য গোডাউন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী চলে যাবার পরে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান,উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক এর উপস্থিতিতে নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু ও তার লোকজন উপখাদ্য পরিদর্শক মাসুদ রানা ও কুলি সর্দার মজিবুর রহমানকে মারপিট করেন। এ ঘটনায় রেজাউল করিম বাবুসহ অন্যদের আসামী করে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন নাচোল খাদ্য গোডাউনের ওসি এলএসডি শফিউর রহমান।
Leave a Reply