গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে রহনপুর পুরাতন বাজার সার্বজনীন দুর্গা মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুড়িতলাকালী মন্দিরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মনোতোষ চক্রবর্তী, ধর্মীয় বিষয়ক সম্পাদক নিরঞ্জন বর্মন, গোমস্তাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল সহঅন্যরা। ঢাকঢোল সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ৷ ভক্ত দেবতার নাম জপ ও পূজা অর্চনা মিলিত হন।
Leave a Reply