চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারে ফিরোজের ইলেকট্রনিক্সের দোকানে এ ঘটনা ঘটে। মৃত ফারুক হোসেন গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দামদিপুর গ্রামের মোঃ সাহাবুদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারে ফিরোজের ইলেকট্রনিক্সের দোকানে ফারুক হোসেন মোবাইল চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আড্ডা মোড়ে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তিনি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু হিসেবে মামলা দায়ের করা হয়েছে।
কামাল/এআর
Leave a Reply