গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা অন্বেষণ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে গোমস্তাপুর উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর মহাপরিচালক আবদুল হাকিম।
এতে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান সম্প্রসারণ কর্মকর্তা এমদাদুল বারী, উপপরিচালক সেলিম হাসান প্রমূখ।
এ সময় গোমস্তাপুর উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামান, সমাজসেবা অফিসার সোহেল রানা, জন প্রতিনিধি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply