নিজস্ব প্রতিবেদক,গোমস্তাপুর:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি স্বর্নের দোকানে দিনের বেলাতেই অভিনব কায়ায় ুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার রহনপুরে ষ্টেশনবাজারে ইসলামী ব্যাংকের নিচ তলায় মজিদ জুয়েলার্সের শো-রুম এ ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক সাব্বির রহমান শুভ জানান, প্রতিদিনের মত ুপুর ২ টার দিকে শো-রুম তালা লাগিয়ে মধ্যাহ্ন ভোজের জন্য বাড়ি যান। তার পরপরই ঘটে এ ঘটনা। সাড়ে ৩ টার সময় ােকানের কর্মচারী তালা খুলে দোকানে প্রবেশ করার সময় দোকানের মালামাল এলোমেলো অবস্থায় দেখলে ্রুত ােকানের পরিচালক শুভকে খবর দেয়। খবর পেয়ে তিনি ্রুত ােকানে ছুটে এসে মালামাল ছড়িয়ে ছিটিয়ে দেখতে পান।
খবর পেয়ে গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল হক ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং সিসি টিভি ক্যামরায় ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। এদিকে দোকানে রক্ষিত সিসিটিভি ফুটেজ দেখে চোরকে সনাক্ত করা প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply