পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় দরিদ্ররের মাঝে (ভিজিএফ)চাল বিতরণ করে ইউনিয়ন পরিষদ।অাজ সমবার সকালে গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়ন পরিষদে সরকারে মানবিক সহায়তা কর্মসূচি আওতায় দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য হিসাবে বিশেষ বরাদ্দকৃত (ভিজিএফ) চাল বিতরণ করা হয়।ইউনিয়নের সকল উপকার ভোগীদের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করে।এ সময় উপস্থিত ছিলেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মামুন আর রশিদ,ট্যাগ অফিসার হারুন আর রশিদ, ইউপি সদস্য আশরাফুল ইসলাম,ইউপি সদস্য এনামুল হক,আনসার ভিডিপি ইউনিয়ন কমান্ডার আঃকাদের,মহিলা ইউপি সদস্যা আরমানি বেগম,ইউপি সচিব, অাইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় সহায়তা গ্রহণকারীদেন অনুভূতি জানতে চাইলে তারা বলেন,বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায় আমাদের মত দুস্থ পরিবারদের মাঝে সামান্য হলেও চাল দিয়ে অন্যান্যদের মতোই খুশীতে ঈদ উজ্বাপন করতে পারবো বলে অামরা অানন্দিত।
Leave a Reply