গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এক কিশোরীকে
ধষর্ণের অভিযোগে আসাবুল(২৬) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
উপজেলার রহনপুর ইউনিয়নের তেতুলতলা মোড় থেকে গত বৃহস্পতিবার বিকেলে মিরাপুর
গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে, দুই সন্তানের জনক আসাবুলকে আটক করা হয়।
লিখিত অভিযোগে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর
গ্রামের ওই কিশোরী প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই
এলাকার আসাদুল কিশোরীর মুখ চেপে ধরে বাড়ির পাশে পুকুরপাড়ে নিয়ে ধষর্ণ করে।
এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ
দেয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার
করেন।
Leave a Reply