চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায়, দুস্থ,গরীবদের মাঝে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগ এর অনুপ্রেরণায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় ১০টি অসহায় ও দুস্থদের মাঝে বয়স্ক ভাতার কার্ডগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা,গোমাস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর,সহ-সভাপতি এম এ রহিম রিপন, সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, পার্বতীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন রেজা,বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলি প্রমুখ। প্রসঙ্গতঃ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে অসহায়, দুস্থ, গরীবদের খুঁজে এ তালিকা তৈরি করতে সহযোগিতা করেছেন।
Leave a Reply