রাজশাহী ব্যুরো : রাজশাহীর গোদাগাড়ীতে মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আরিজপুরে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সেলিনা বেগম (৬৫)। তিনি ওই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, সেলিনার ছেলে সালেক আহাম্মেদ মাদকাসক্ত। এসিআই মোটরস্ এ ভালো পদে চাকুরি করতেন সালেক। কিন্তু মাদকাসক্তের কারণে তার চাকুরি চলে যায়। এরপর থেকে সে বাড়িতেই থাকে।
রোববার রাতে মা সেলিনা বেগমের কাছে টাকা চায় সালেক আহাম্মেদ। টাকা দিতে অপারকতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে উঠে সালেক লাঠি দিয়ে তার মা সেলিনার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে ঢলে পড়ে মারা যান সেলিমা।
ঘটনার পরে সালেক তার মায়ের গলায় রশি পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলানোর চেষ্টা করে। ওই সময় সালেকের পিতা শাহাবুদ্দিন বিষয়টি দেখে নিলে সালেক পালিয়ে যায়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সালেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply