গোদাগাড়ী সংবাদদাতা: রাজশাহীর গোদাগাড়ীতে মেয়াদ উত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ, নায্য মূল্য বাস্তবায়ন, এন্টিবায়োটিকের ব্যবহার এবং ডেঙ্গুজ্বরের চিকিৎসায় ব্যাবহৃত ঔষধ ও রিয়াজেন্ট এর মূল্য সংক্রান্ত সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঔষধ প্রশাসন রাজশাহী ও বাংলাদেশ কেমিষ্ট এন্ড ডাগিষ্ট সমিতির গোদাগাড়ী শাখার আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হল রুমে সভায় কেমিষ্ট এন্ড ডাগিষ্ট সমিতি গোদাগাড়ী শাখার সভাপতি ইব্রাহিমএর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর রাজশাহীর সহকারি পরিচালক মির্জা আনোয়ারুল বাসেদ।
বিশেষ অতিথি ছিলেন কিমোকো ফার্মাসিটিক্যালস লিঃ ডিপোটি ম্যানেজার মোহাম্মদ নাসির উদ্দীন,বায়োর্হাবস ফার্মাসিটিক্যালস(আয়ু) সাহিদ আলী।
বাংলাদেশ কেমিষ্ট এন্ড ডাগিষ্ট সমিতি গোদাগাড়ী শাখার সাধারন সম্পাদক ও বন্ধু ফার্মেসীর মালিক এ্যাডভোকেট তৌসিক আহমেদ মাসুম সঞ্চালনায়। সমিতির সদস্য মানিক,জার্জিস,সজল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন এন্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে জনগনকে সচেতন করা। এন্টিবায়োটিক যেমন জীবনদায়ী তেমনি অসচেতনভাবে এর ব্যবহার জীবনঘাতীও হতে পারে। কিছুদিন আগে এক রিপোর্টে দেখছিলাম টেষ্টে দেখা গেছে যে বেশ কয়েকটি উচ্চমাত্রার এন্টিবায়োটিক মানবদেহে কাজ করছে না, যা আমাদের জন্য খুবই ভয়ংকর এক সংবাদ।
এমন চলতে থাকলে একসময় ব্যাকটেরিয়াল রোগ প্রতিরোধ করার জন্য আমাদের হাতে কোন অস্ত্র থাকবে না। ফলে সামান্য জ্বর, সর্দি, কাটা-ছেড়াতে আক্রান্ত হয়ে মানুষ মারা যাবে। তখন চেয়ে চেয়ে মৃত্যু দেখা ছাড়া আমাদের করার কিছুই থাকবে না।
Leave a Reply