লালসবুজের কণ্ঠ, খাগড়াছড়ি
খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়িতে রমজান আলী (৩০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্বার করেছে গুইমারা থানা পুলিশ।
শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় প্রায় এক কিলোমিটার দুর থেকে যুবকের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
তাঁর সাথে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য মতে নিহত রমজান আলী চট্টগ্রামে খুলশীর আমবাগান এলাকার ইউনুস সিকদারের ছেলে। নিহত রমজান আলী ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বলে জানা গেছে।
গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশীদ বিষয়টি নিশ্চিত করে লালসবুজের কণ্ঠকে বলেন, খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গুইমারা থানা পুলিশের একটি দল ঐ যুবকের গলা কাটা লাশ উদ্ধার করে। তবে কে বা কি কারনে এ হত্যাকান্ড তা বলতে পারেননি তিনি।
লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুততি চলছে বলেও জানান তিনি।
লালসবুজের কণ্ঠ/ডেস্ক
Leave a Reply