1. [email protected] : News room :
গাজীপুরে মার্সেল ফ্রিজ মেলা অনুষ্ঠিত - লালসবুজের কণ্ঠ
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

গাজীপুরে মার্সেল ফ্রিজ মেলা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

গাজীপুর সংবাদদাতা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় ‘মার্সেল ফ্রিজে ফ্রি টিভি’ শ্লোগানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা ভান্নারাতে অনুষ্ঠিত হলো চারদিন ব্যাপি ফ্রিজের কিস্তি মেলা।

বুধবার (২৬ জুন) বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে ওই মেলার আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। এরআগে ২১ জুন মেলার উদ্বোধন করেন মার্সেল কোম্পানির ডেপুটি ডিরেক্টর তৈয়োবুর রহমান (তুষার)।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার। এতে আরও উপস্থিত ছিলেন মার্সেলের এরিয়া ম্যানেজার নুরুল আমিন, স্বপ্নীল ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী রহিম বাদশাহ প্রমুখ।

স্থানীয় অসংখ্য ক্রেতা, সুভানুধ্যায়ীসহ বিভিন্নস্তরের ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা এতে স্বতঃপূর্তভাবে অংশগ্রহণ করেন। মেলা উপলেক্ষ্য কনসার্ট ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। মেলা চলাকালে চ্যানেল আই এর ক্ষুদে গানরাজ তারকা ঝুমাসহ ঢাকা ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রেতা সাধারণকে বিনোদিত করে।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়। ভান্নারা বাজারের স্বপ্নীল ইলেকট্রনিক্স আয়োজিত ওই মেলা স্থানীয় ক্রেতা সাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মেলার শেষদিন বুধবার ভান্নারা বাজার থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে-ফুলবাড়িয়া সড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শো-রুমের (স্বপ্নীল ইলেকট্রনিক্স) সামনে গিয়ে শেষ হয়।

এ সময় ব্যানার, ফেস্টুন, লিফলেট, বাঘ, হরিণ, ঘোড়ারগাড়ি, মার্সেল লঘুযুক্ত টি-শার্ট, ক্যাপ, ব্যান্ডপার্টি, মোটরসাইকেল, ২০টি অটোরিক্সা-পিকাপ ভ্যান নিয়ে শত শত বিভিন্ন বয়সি নারী-পুরুষ র‌্যালিতে অংশ নেয়। র‌্যালির বিশেষ আকর্ষণ হিসেবে ১২ ফুট লম্বা ব্যানার ক্রিকেট ব্যাট সকলের দৃষ্টি আকৃষ্ট করে।

বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি পড়ে এবং ক্রিকেট ব্যাট হাতে নিয়ে ১১ জন তরুণ আনন্দ র‌্যালিতে অংশ নেয়। র‌্যালির প্রদক্ষিণকালে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করা হয়। র‌্যালিতে মার্সেল কোম্পানির ডেপুটি ডিরেক্টর তৈয়োবুর রহমান (তুষার), মার্সেলের এরিয়া ম্যানেজার মো: নুরুল আমিন, স্বপ্নীল ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মোঃ রহিম বাদশাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

7Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর