গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরের অটো স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লাগার ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (৩ জুলাই) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতরা হলেন- দক্ষিণ ধনুয়া এলাকার জয়নালের ছেলে আনোয়ার, গাজীপুর প্রধানের চালা এলাকার হাসান আলীর ছেলে শাহজালাল (কোয়ালিটি চেকার), ভাংনারা গ্রামের কালিয়াকৈর উপজেলার মৃত শামসুল হকের ছেলে সেলিম কবির (সিনিয়র প্রডাকশন অফিসার)।
এর আগে মঙ্গলবার দুপুরে কারখানায় লাগা আগুনে রাসেল নামের এক ব্যক্তি মারা যান। আগুনের ঘটনায় চার শ্রমিক নিখোঁজ ছিলেন। বুধবার ভোরে কারখানার ভেতর থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজন।
Leave a Reply