গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মিলন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১০ দিকে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক সড়কের রাইমেল নামে এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মিলন মিয়া পলাশবাড়ী উপজেলা থেকে সাইকেল যোগে রাইশেল এলাকায় আসলে পিছন থেকে একটি অজ্ঞত ট্রাক ধাক্কা দিলে সে গুরুত আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।মিলন মিয়া সাদুল্লাপুর উপজেলার বুজরুকপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে ।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply