গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা শহরসহ গোটা জেলায় এবং আসন্ন দুর্গাপুজায় যানজট নিরসন কল্পে জেলা পুলিশ সুপারের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের উদ্যোগে পুলিশ সুপারের সম্মলেন কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামছুল আলম হিরু, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান,চেম্বার অব কর্মাস সহ-সভাপতি আব্দুর রশিদ, খান মো. সাঈদ হোসেন জসিম, জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুলসহ অন্যরা। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ আলোচনা করে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply