গাইবান্ধা সংবাদদাতা: বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১সেপ্টেম্বর) দুপুরে পৌর শহিদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন। জাতীয় সংগীতের মাধ্যমে এই সম্মেলন উদ্বোধন করা হয়।
পরে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শামস-উল আলম হীরু, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। কিন্তুু ষড়যন্ত্রকারীরা নানা ভাবে উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এর বিরুদ্ধে সচ্চার থাকতে হবে।
Leave a Reply