গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেনসিডিল আজাদ (৪১) নামে এক মাদক ব্যাসায়ীকে আটক করেছে পুলিশ।
গ্রেফতার মাদক ব্যবসায়ী- আজাদ (৪১) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাটিহার প্রয়াত লিয়াকত আলীর ছেলে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলর দিঘির হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহদেী হাসান জানান, অটোরিকশা করে ফেন্সিডিল নিয়ে যাওয়া হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘির হাটবাজার এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিল সহ আজাদকে আটক করা হয়।
এসময় অটোরিকশাটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
তার বিরুদ্ধে দিনাজপুর আদালতে আরো দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আজাদ ও তার সহযোগিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply