গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধায় ডাকাতি মামলার পলাতক আসামী জাহিদুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
জাহিদুল ইসলাম সদর উপজেলার খামার কামারজানি গ্রামের হযরত আলীর ছেলে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার কামারজানির দুর্গম চর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ শাহরিয়ার জানান, গাইবান্ধার কামারজানির দুর্গম চরে অভিযান চালিয়ে জাহিদুল কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, খুন ও অপহরনসহ আটটি মামলা রয়েছে। একাধিক মামলায় থাকায় সে পলাতক ছিল।
Leave a Reply