গাইবান্ধা সংবাদদাতা: শিশুদের মনকে সৃজনশীল ও সুন্দর করে গড়ে তোলার উদ্দেশ্যে গাইবান্ধায় জাতীয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকাস্থ শিশু-কিশোর সংগঠন খেলাঘরের আয়োজনে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্ত্বরে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। প্রতিটি গ্রুপ থেকে পাঁচজন করে ২০ জনকে বিজয়ী হিসেবে বাছাই করা হয়।
এরা হলো- রোহেদ কুমার, রওনক চৌহান, নাহিয়ান, মাজিরিহা তাওহীদ, নাকিব আল শাহরিয়ার, সোহানুজ্জামান, মেহেরুল হাসান, অরিত্র কুমার, জয়িতা সাহা, হুসনাইয়ান হাসান, সানজিদা রহমান, হাবিবা জান্নাতি, নিশাত ইয়াসমিন, নুসরাত জাহান, জান্নাতুন সানজিদা, বুশরা জাহান, মাজেদুর রহমান, ফাহিম ফয়সাল, মুনতারিমা আক্তার ও সাদিয়া আফরিন।
বিজয়ীদের সনদপত্র প্রদান করার সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা পর্যায়ের সংগীত শিল্পী আফরোজা লুপুর,মো. মেহেদী হাসান এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতার যুগ্ম আহবায়ক তাহাজুল ইসলাম ফয়সাল প্রমূখ।
সকল জেলা থেকে পুরস্কারপ্রাপ্ত শিশু শিল্পীদের চিত্রকর্ম নিয়ে ঢাকায় পাঁচ দিনব্যাপী খেলাঘর জাতীয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্ম থেকে বাছাইকৃত চিত্রকর্ম নিয়ে চার রঙের সুদৃশ্য ক্যাটালগ প্রকাশ করা হবে এবং জেলা পযায়ের বিজয়ী ও জাতীয় পর্যায়ের বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য যে,১৯৫২ এর ভাষা আন্দোলনের চেতনায় জন্ম নেওয়া খেলাঘর, ’৭১ এ জীবন উৎসর্গকারী শহীদদের রক্তস্নাত মহান মুক্তি সংগ্রামের পথ ধরে হয়ে উঠেছে আজ বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন শিশু-কিশোর । শিশু-কিশোরদের অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাঘর নিরলসভাবে কাজ করছে।
Leave a Reply