গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গাজা ও ইয়াবাসহ রতন মিয়া (২৫) এবং রিজু (২৩) নামে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেন ।
ওসি আরও জানান,শুক্রবার(২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের গাবেরতল এলাকা অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা।
এ সময় তাদের কাছ থেকে ৫শ ২৫ পিস ইয়াবা এবং ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রতন মিয়া উপজেলার পূর্ব বাছহাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে। রেজওয়ানুল কবির রিজু একই উপজেলার দক্ষিণ বামনজল গ্রামের আবুল মাস্টারের ছেলে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply