গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাজ্জু মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে পৌরসভার বর্ধনকুঠি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মাজ্জু উপজেলার বর্ধনকুঠি গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের বর্ধনকুঠি এলাকা থেকে মাজ্জুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply