1. [email protected] : News room :
গণপিটুনিতে হত্যা ফৌজদারি অপরাধ: পুলিশ - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

গণপিটুনিতে হত্যা ফৌজদারি অপরাধ: পুলিশ

  • আপডেটের সময় : শনিবার, ২০ জুলাই, ২০১৯

লালসবুজের কণ্ঠ ডেস্ক:

ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা ফৌজদারি অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদরদফতর।

শনিবার (২০ জুলাই) পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা ফৌজদারি অপরাধ। এছাড়া নাগরিকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

সর্বশেষ শনিবার রাজধানীর উত্তর বাড্ডা ও নারায়ণগঞ্জে ছেলেধরা সন্দেহে এক নারী ও এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

উল্লেখ, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদ্মা সেতুর জন্য মানুষের রক্ত ও মাথা লাগবে এ মর্মে অপপ্রচার শুরু হয়। ফেসবুকে রীতিমত এটি ভাইরাল হয়। এরপর থেকে সাধারণ মানুষের মধ্যে ছেলেধরা আতঙ্ক বিরাজ করছে।

বিভিন্ন এলাকায় সন্দেহজনক আচরণ করা অপরিচিত মানুষদের ওপর হামলাও হচ্ছে। বিষয়টি নিয়ে আতঙ্কিত না হতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষদের একাধিক বার আহ্বান জানানো হয়েছে।

56Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর